আজকের বাংলা তারিখ

  • আজ শনিবার, ২৩শে নভেম্বর, ২০২৪ ইং
  • ৯ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ (হেমন্তকাল)
  • ২০শে জমাদিউল-আউয়াল, ১৪৪৬ হিজরী
  • এখন সময়, সকাল ১০:৩৭

Users on page

Now online: 0
Overall: 58604

Calendar

School Code: 3225

Eiin Code: 125749

ফাতেমা খাতুন বালিকা উচ্চ বিদ্যালয় ও কলেজ,পাবনা

০৭/১২/১৯৮৭ ইং তারিখে এলাকার সচেতন যুবক সম্প্রদায় ও গণ্যমান্য ব্যক্তিবর্গ । নারী শিক্ষা প্রসারের লক্ষে আতাইকুলাতে বালিকা বিদ্যালয়টি স্থাপনের জন্য আতাইকুলা মাধপুর আমেনা খাতুন মহাবিদ্যালয়ে একটি মিটিং এর আয়োজন করেন । উক্ত মিটিং এর আহবায়ক ছিলেন তৎকালীন আতাইকুলা মাধপুর আমেনা খাতুন মহাবিদ্যালয়ের অধ্যক্ষ জনাব, মোঃ আবু বকর সিদ্দিক । উক্ত মিটিং এ আতাইকুলাতে ১টি বালিকা বিদ্যালয় স্থাপনের সিদ্বান্ত নেওয়া হয় । মিটিং এ উপস্থিত সম্মানিত এলাকার সুধীজন, সম্মানিত ব্যক্তিবর্গ এবং এলাকার সচেতন যুবসম্প্রদায়গন, বিশিষ্ট ব্যবসায়ী জনাব, মোঃ আফাজুল ইসলাম সাহেব, গ্রামঃ বৃহস্পতিপুর সাথিয়া পাবনার নিকট বিদ্যালয় প্রতিষ্ঠার জন্য সাহায্য সহযোগিতা চান ।

জনাব, মোঃ আফাজুল ইসলাম সাহেব বালিকা বিদ্যালয়টি প্রতিষ্ঠার জন্য ১.০০ একর জমি প্রদানের ঘোষণা করেন এবং তার মায়ের নামে বালিকা বিদ্যালয়টির নাম করণ করার জন্য অনুরোধ জানান । সর্ব সম্মতি ক্রমে উক্ত প্রস্তাব সানন্দে গ্রহন করা হয় । বিদ্যালয়ের নাম ফাতেমা খাতুন বালিকা উচ্চ বিদ্যালয় নাম করণ করা হয় এবং জনাব, মোঃ আফাজুল ইসলামকে আজীবন প্রতিষ্ঠা করা হয় । বিদ্যালয়টি ০১/০১/১৯৮৮ ইং তারিখ হতে ৬ষ্ঠ থেকে ৮ম স্রেনি পর্যন্ত শিক্ষাবর্ষ শুরু করা হয় । শুরু থেকে ৬ জন শিক্ষক, ২ জন চতুর্থ স্রেনির কর্মচারী নিয়ে বিদ্যালয়টি যাত্রা শুরু করে । শিক্ষক হিসাবে কর্মরত ছিলেন প্রতিষ্ঠাতা প্রধান শিক্ষক জনাব, মোঃ মজিবুল হক, সহকারী শিক্ষক হিসাবে জনাব, মোঃ আফছার আলী (বি, এস-সি), মাওলান শিক্ষক মোহাম্মদ আলী, মোছাঃ খাদিজাতুল কোবরা (বি, এ), মোছাঃ হাসিনা আকতার, জনাব, মোঃ নুরবক্স মিয়া, চতুর্থ স্রেনির কর্মচারী ছিল মোঃ মছির উদ্দিন(দপ্তরী) ও মোছাঃ আছিয়া খাতুন (আয়া) । অনুমদনঃ- ১৮/০৩/৯০ ইং তারিখে ৬ষ্ঠ থেকে ৮ম

শ্রেণি পর্যন্ত ১ বছরের জন্য স্বীকৃতি লাভ করে । মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর থেকে ০২/০১/১৯৯১ ইং সাল থেকে নবম শ্রেণি এবন ০১/০১/১৯৯২ ইং সাল থেকে দশম শ্রেণি পর্যন্ত মাধ্যমিকও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড কর্তৃক স্বীকৃতি লাভ করে । শিক্ষা বোর্ড রাজশাহী হতে বিদ্যালয়টিতে বিজ্ঞান ও ব্যবসায় শিক্ষা বিভাগে বিভিন্ন শ্রেণিতে শাখা অনুমোদন নেওয়া আছে । ফাতেমা খাতুন বালিকা উচ্চ বিদ্যালয়কে ২০০০ ইং হতে কলেজে উন্নিত করা হয় । কলেজটি ২০০৩ ইং সাল হতে পাঠদানের অনুমতি এবং ২০০৯ ইং সাল থেকে একাডেমিক স্বীকৃতি লাভ করে । বর্তমানে বিদ্যালয়টিতে স্কুল শাখায় ১৩ জন শিক্ষক/শিক্ষিকা, ১ জন তৃতীয় শ্রেণির কর্মচারী ও ৩ জন চতুর্থ শ্রেণির কর্মচারী এবং কলেজ শাখায় ১৩ জন প্রভাষক, ১ জন তৃতীয় শ্রেণির কর্মচারী ও ১ জন চতুর্থ শ্রেণির কর্মচারী আছে । প্রতিষ্ঠানটিতে একটি অডিটোরিয়াম আছে । অডিটোরিয়ামটি স্যামসন এইচ চৌধুরী, চেয়ারম্যান স্কয়ার গ্রুপ অফ ইন্ডাস্ট্রি কর্তৃক ২০০২ ইং সালে নির্মিত হয় । অডিটরিয়ামের চেয়ার সংখ্যা ৬০০ খানা । প্রতিষ্ঠানটিতে অডিটরিয়ামসহ সকল শ্রেণীকক্ষে বৈদ্যুতিক পাখার ব্যবস্থা আছে ।