আজকের বাংলা তারিখ

  • আজ রবিবার, ৫ই মে, ২০২৪ ইং
  • ২২শে বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ (গ্রীষ্মকাল)
  • ২৫শে শাওয়াল, ১৪৪৫ হিজরী
  • এখন সময়, বিকাল ৩:১৮

Users on page

Now online: 0
Overall: 53602

Calendar

School Code: 3225

Eiin Code: 125749

ফাতেমা খাতুন বালিকা উচ্চ বিদ্যালয় ও কলেজ এ স্বাগতম

ফাতেমা খাতুন বালিকা উচ্চ বিদ্যালয় ও কলেজটি পাবনা জেলার সাঁথিয়া উপজেলার আতাইকুলা থানায় অবস্থিত । আতাইকুলা বাজারের পূর্ব পার্শ্বে ঢাকা- পাবনা মহাসড়কের ২০০ গজ উত্তরে ইছামতি নদীর তীরে অবস্থিত । বিদ্যালয়টির জমির পরিমান ১.৫৩ একর । জমি দান সুত্রে পাওয়া ।

বিদ্যালয় ও কলেজটির ১টি ৪তলা ভবন, ২টি দ্বিতল ভবন, ১টি একতলা ভবন, একটি আধাপাকা ঘর, ২টি কাচা ঘর এবং একটি অডিটরিয়াম আছে । মেয়েদের জন্য ভবন সংলগ্ন ল্যাট্রিনসহ  ৪টি ল্যাট্রিন, ১ট ওয়াস্রুম ও পৃথক প্রসাবখানা এবং শিক্ষক/ শিক্ষিকাদের জন্য পৃথক ল্যাট্রিন আছে । একটি আধুনিক কম্পিউটার ল্যাব আছে । ৩টি ল্যাপটপসহ ৮টি(সচল) এবং ৩টি (অচল) কম্পিউটার সংখ্যা ।

অডিটরিয়ামের জন্য ৬০০ খানা চেয়ার আছে । বিদ্যালয়য়ের জন্য প্রয়োজনীয় বৈজ্ঞানিক যন্ত্রপাতি এবং লাইব্রেরীতে প্রয়োজনীয় সংখ্যক বই আছে । বিদ্যালয় ও কলেজ শাখার শিক্ষক/ শিক্ষিকাদের বসিবার পৃথক কক্ষ আছে । বিদ্যালয়টির আংশিক বাউন্ডারী ওয়াল আছে ।